১.
সূর্য আর শীতের সূর্য এক নয়
২.
বসন্ত আসে না
তবু ফুল ফুটে
৩.
কবিকে দুঃখ দাও নইলে পোয়তি হবে না প্রেম
৪.
ভোট দিতে না পারা এদেশে সাংবিধানিক অধিকার
৫.
আমি অপেক্ষা করেছিলাম রাষ্ট্রের জন্ম নেবার
রাষ্ট্র অপেক্ষা করে আছে আমার মৃত্যুর
৬.
এদেশে এখন কোনো রাজপথ নেই
কারণ এদেশে এখন কোনো মিছিল নেই
৭.
ওরা স্বপ্ন দেখালেই বুঝতে পারি
আমাদের ঘরবাড়ি পুড়ে যাবার
সময় এসে গেছে
৮.
প্রকৃতি নিজেও পুরুষতান্ত্রিক
৯.
সীতা
চিরদিন নির্বাসিতা
১০.
জানি- চিরদিনই
দাঁড়ানোর কথা যার
বসে থাকে তিনি