নারী:তুমি খুব বোকা তাই বুঝতে পারো নি নারী, পারো নি -নারীর জীবন
পুরুষ :আমি তো বোকাই নইলে কি তোমার মতো নারীর দেখা পাই!
নারী:ভয় পেলে বুঝি! এরকম ভীরু হলে প্রেমের কী কোনো মানে হয়!
পুরুষ : ভীরু বলেই তো এখনো দেই নি ছুঁয়ে আঁচলের ভাঁজ আর রেশমি পারুল
নারী:না ছুঁয়েই ছুঁতে হয় জোছনার রূপালি জারুল
পুরুষ : তাইতো বলি ভাল হওয়া ভাল নয় বড়,এরচে মন্দ হওয়া ঢের ভাল ছিলো
নারী: বুঝতে পারোনি বোলে নদী আর নদীর জোয়ার,আমাকে কী করে বুঝবে বলো হে আনাড়ি রাখাল
পুরুষ : অতশত বুঝিনা তো,বুঝতে চাই না -আমি বিভোর বাউল
নারী: হাসি পেলো হাসি, বলেছো এমন কথা- দুধ নয়,ঘোলের মতন পচা বাসি
পুরুষ :তুমি নারী,অযথা হাসিতে তাই তোমাকে মানায়
নারী :সেই তো ঘুরেফিরে সেই কথা বলো যে কথা বলে গেছে যারা অপুরুষ
পুরুষ : তবে তুমি নারী নও?তবে তুমি কী?
নারী:আমি নারী সেই নারী পুরুষকে শিখিয়েছে যে জীবন আর জলের ভূবন
পুরুষ : পুরুষ বুঝি করেনি কিছুই
নারী : করেছে বটেই-নারীকে বানিয়েছে দাস দিয়েছে মরণ
পুরুষ : বললেই মেনে নেবো!নারীরাই বুঝি সব জয়ের পাহাড়?
নারী:নারীরা পাহাড় নয় তবু নারীকে ঘিরেই ঘটে পুরুষের জয় পরাজয়।
পুরুষ :জগৎ জুড়েই শুধু নারী! পুরুষেরা বুঝি কিছু নয়!
নারী : মনে রেখো নারীর জন্ম থেকেই পুরুষজন্ম হয়।শূন্য নয় পূর্ণ নয়-এ জগৎ কেবলি নারীময়।