মেয়েটি
তার চোখের কোনে পিঁচুটি
পরনে ছেঁড়া ফ্রক
ফ্রকের নিচে
ডুরি লাগানো হাফপ্যান্ট
খালি গা
চুলে এক মাথা উকুন
কিছুদিন পর হবে বয়ঃসন্ধি তার
অপুষ্ট শরীরে দুই একটি তীব্র এলাকা
বদলে যাবে
নগরসভ্যতার গোড়াপত্তনের মতো
দুর্বৃত্তগণ জোর করে খুলে ফেলবে
গিট
রক্তের লালচে গন্ধ
তলপেটে ব্যাথা
এই গল্পটির নাম- বাংলাদেশ