রিপন ভাই : 'বিষণ্ন আত্মার আত্মীয় তুমি,
আমি সঙ্গী- নিঃসঙ্গতার।'

শর্মী ভাবি : 'অনন্ত সুখের অস্তিত্ব তুমি,
আমি চিহ্ন- অস্তিত্বহীনতার।'