সে।লিখে।খুব ভালো। কবিতা।তার দশকের, সে, উল্লেখযোগ্য একজনা।আমার সঙ্গে সে- নয়,
বরং তার সঙ্গে আমি- এড আছি।এও প্রাপ্তি।আমার।সৌভাগ্য। এতো বড় কবি।সে।এড তার সঙ্গে আমার।কথা কি চাট্টিখানি!লাইক দিতে ইচ্ছে হয়।ইচ্ছে হয় বলে দি কমেন্ট বক্সে- তাকে- বিরুদ্ধ বাতাসে- আপনার দশকে আপনিই সেরা। একজনা।

একদিন। নক তার। ইনবক্সে আমার ।যোগাযোগ। চ্যাটিং।রাতভর।ধুন্দুমার।

একদিন।দেখা- রবীন্দ্র সরোবর। গত শীতে
হয়েছিলো শুরু।এই শীতে
পূর্তি একটি বছর।এক বছর পর- পুনরায়
রবীন্দ্র সরোবর। কম্পমান অধরোষ্ঠ। আমার।
যেনো বা কৈশোরোত্তীর্ণ কন্ঠস্বর, বলি-
ভালোবাসা কখনো মধুর নয়,তবু ভালোবাসি।

কেঁপে ওঠে সে।

মাঘমেসে শীতে নাকি অবরুদ্ধ ইন্দ্রয়জ, জৈব বারুদে!