একটি নারী
যে হারিয়েছে সন্তান
একটি আহত ষাঁড়
চিঁ হিঁ শব্দময় ঘোড়া

একজন সৈনিক
এক হাতে ফুল অন্য হাতে ক্রুশ চিহ্ন
টর্চারসেল – বিজলী বাতি
প্রদীপ নিয়ে জানালায় উঁকি দিচ্ছে
একটি নারী

অপর এক নারী প্রথিত মাটির গভীরে
একটি নারী চাইছে পালিয়ে যেতে
একটি শিশু – মৃত
মরণোত্তর খুলি

একটি শহর
তিন ঘন্টা বোমা বর্ষণ-

সেই তখোন ২৬ এপ্রিল ১৯৩৭
এখনও
আগামী দিনেও
বর্ষাবে
বোমা

মানুষেরা – অমানুষ -পৃথিবীতে- চিরদিন