আজকাল যখন তুমি আমার দিকে তাকিয়ে থাকো
মনে হয় তাকিয়ে আছো অন্য কারো চোখে
আজকাল যখন হাত বাড়িয়ে দু'হাতে হাত রেখে হাঁটো  মনে হয় তুমি ধরে আছো অন্য কারো হাত
মনেই হয় না যে তুমি হাঁটছো আমারই হাত দুটি ধরে আজকাল যখন আমাকে ছুঁয়ে দাও
পরিভ্রমণ করো আমার সমস্ত সৌরভ জুড়ে
মনে হয় তুমি সাঁতার কাটছো অন্য কোনো জলে
আজকাল শুধুই এরকম বলতো কেনো মনে হয়!
কেনো হয় না মনে আমরা কেবলি শুধু আমাদের
কেনো হয় না মনে তোমার ও আমার মাঝখানে
শূন্যতা পরিমানও অস্তিত্ব নেই কোনো শূন্যতার
কেনো আহা বলোই না কেনো যে আজকাল
এরকমই শুধু মনে হয়!
কারণ আজকাল মনে হয় তুমি পৌরুষের
খোলস বদলে তোমার হয়ে গেছো অন্য কোনো নাগিনীর নাগ