একদিন হরিনারায়ণ সিদ্ধান্ত নিয়ে নিলো- মানুষ হিসেবে সে- ভালো।
আশেপাশে যতসব লাল্টুপাল্টু লোক দেখে নিজেকে মনে হচ্ছে- ভালো।
একদিন হরিনারায়ণ সিদ্ধান্ত নিয়ে নিলো
মানুষ হিসেবে সে- সুখী।
চারপাশে মানুষেরা মিছেমিছি
সুখী হয়ে আছে।
হরি সিদ্ধান্ত নেয় এই দেশ তার
এই দেশে হরি স্বাধীন নাগরিক
চারপাশে লোক এ সকল যারা নাগরিক
এ দেশের কিন্তু ভুগছে স্বাধীনতা-
স্বল্পতায়
দেখে মনে হয় না এ দেশ তাহাদের
আরও কতোশতো সিদ্ধান্ত সুখকর
নিয়ে নিচ্ছে হরি
সিদ্ধান্ত নিয়ে নেয়
মৃত্যুর পরেও
এ দেশে হরি-
এখনও বেঁচে আছে সে
নক্ষত্রের আকাশে নিজেকে শূন্য ক’রে
গ্রহের সন্ত্রাসে।