সবিতা
তোমাকে ভালোবাসতে  ইচ্ছে করে খুব
এই শঙ্খবেলায় বধুরা লাল হয়ে রবে
কলসি কাখেঁ পাড়াগাঁ'র পবন রমণীর কাছে অজানা অধ্যায় হয়ে পড়ে রইলো আনক্রাউন্ড কুইন রাজকুমারী ডায়েনা-
এ কথায় কাব্যময়তা কী করে হলো তবে
যদি বলো
বলবো না তুমি কবিতা না বুঝেই সবিতা
হয়ে গেছো
বলা ভালো - যে কবি ছিলেন শূন্য  - গণিতের, সেই কবি
বলেছে যাকে ধুসর জীবনানন্দ
সেই জীবন বাবুও তোমাকে ঘিরে পংক্তি রচেছিলেন
তুমি যদি সেই তুমি হও তুমি তবে
জীবন বাবুর একার সবিতা নও
আম্রপালি রাষ্ট্রীয় রমণী
ছিলেন সকলের হয়ে
সবিতা
তুমি আম্রপালি নও আম্রপালি নন তুমি
যে যেমনই হোক
তোমরা রমণীয় কবিতার রাজপথে
অক্ষরে নির্জন কোলাহলে
তোমরা ঘিরে আছো প্রসূতিসদনে শিশুটির একমাত্র ছায়া হয়ে
তোমরা ঘিরে আছো ৫ বাই ৭ কুঁড়েঘরে
স্তব্ধ মাতাকে জীবনবাদী ঈশ্বর ক'রে
ঘিরে তো আছোই জীবনবাবুর
রূপসী বাংলা থেকে বনলতা সেনে পর্বান্তরের নাগরিক যন্ত্রণা
বিচ্ছিন্নতাবোধ জঠরে  নিয়ে
আছো- যেখানে নেই সেখানেও
শূন্যতা জূড়ে।

সবিতা
ভালোবাসা নিয়ে তুমি চলে গেছো দীর্ঘ পরবাসে।