তোমার নিকটবর্তী যে শ্বাসরুদ্ধ শূন্যতা সে আমার নিঃসঙ্গ সতীন,
তোমার পায়ের কাছে অপেক্ষমাণ শতাব্দীব্যাপী যে সড়ক
সে আমার মিছিলমগ্ন রাজপথ বিজন পথিক।
তোমাকে ঘিরেই সবকিছু পূর্ব-গগনে উদিত- অস্তগামী পশ্চিম তীরে,
তোমাকে দেবো না হারাতে এক আলোকবর্ষ দূরে রাখবো জনমজুড়ে অবিকল বুকের পাঁজরে।
হিম হয়ে আসা শীতের রাত্রি জানে কতোটা দূরত্বে বাস করে বসন্তের বিরহ কানন,
উড়ে চলা পাখি জানে শূন্যতার ভিতর কীভাবে বসিয়ে যেতে হয় উড়ন্ত দাগ;
তবু সকাল হবার খুব কাছাকাছি যে সময় তার নাম কি রাত্রি ছাড়া অন্য কিছু হয়!
জেনে রেখো – এই বসন্তে নির্বাসিত হবে কায়েমি দালালের সমূহ ব্ল্যাকবোর্ড-
যেখানে খড়ি দিয়ে যা-কিছুই লেখা হোক মুছে ফেলতে যে ডাস্টার তা কিন্তু আমাদের হাতে - কড়ে আঙুলে