আত্মার বিবর্ণ জার্নালে তুমি বিষন্ন কররেখা
নদীর ওপারে সুখ হলে হয় না কখনো দেখা
যতটা নিঃসঙ্গ হয় নির্বাসন
তুমি আমি এক  হলে তারও বেশি একা