ভালোবাসা শিখতে গেলে,
ভালোবাসতে হয় আগে।
ভালোবাসতে গেলে,
ভালোবাসা বুঝতে হয়।
ভালোবাসা বুঝতে গেলে,
ভাল মানুষ খুঁজতে হয়।
ভাল মানুষ পেতে হলে,
ভাল মানুষ হতে হয় নিজেকে।
ভাল মানুষ হতে হলে,
ভাল একটা মন গড়ে তুলতে হয়।
ভাল মন গড়তে হলে,
কবিতা প্রেমিক হতে হয়।
আর কবিতা প্রেমিক হতে হলে,
দীঘিরর জলে ফুঁটা পদ্মের মত একটা হৃদয় প্রয়োজন।
যে হৃদয়কে কালবৈশাখী উড়িয়ে দিতে পারে না।
যে হৃদয়কে ব্যথার প্লাবন ভরিয়ে দিতে পারে না।
যে হৃদয় কথা দিয়ে কথা রাখতে জানে।