ভালোবাসা কী-? কত প্রকার ও কি কি-?
ভালোবাসা কী-?
বিশেষ কারো জন্য মনের এক নিঃস্বার্থ সুন্দর অনুভূতি।
যা সৃষ্টিকর্তার পক্ষ হতে উপহার স্বরুপ।
যার কখনো পরিবতর্ন হয় না।
ভালোবাসা কত প্রকার ও কি কি-?
ভালোবাসা হতে পারে বিভিন্ন প্রকারের।
তার মধ্যে উল্লেখযোগ্য নিম্নরুপ-
১.কথ্য ভালোবাসা ২.লেখ্য ভালোবাসা
৩.মৌন ভালোবাসা ৪.ইঙ্গিতপূর্ণ ভালোবাসা।
কথ্য ভালোবাসা কাকে বলে-?
যে ভালোবাসা কথার মাধ্যমে প্রকাশ হয় তাকে কথ্য ভালোবাসা বলে।
যেমন: I♥ U- আমি তোমাকে ভালোবাসি।
লেখ্য ভালোবাসা কাকে বলে-?
যে ভালোবাসা চিঠি পত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে লেখ্য ভালোবাসা বলে।
যেমন: প্রাচীন ও বর্তমান যুগের ভালোবাসা।
মৌন ভালোবাসা কাকে বলে-?
যে ভালোবাসা মনের আবেগ থেকে হয় তাকে মৌন ভালোবাসা বলে।
যেমন: বাবা-মার সন্তানের প্রতি ভালোবাসা।প্রকৃত প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।
ইঙ্গিতপূর্ণ ভালোবাসা কাকে বলে-?
যে ভালোবাসা আকার ইঙ্গিত বা ভাবের মাধ্যমে বোঝানো হয় তাকে ইঙ্গিতপূর্ণ ভালোবাসা বলে।
যেমন:চোখমারা,সামনে গিয়ে হাসা ইত্যাদি।
বি:দ্র: ভালোবাসা হচ্ছে সে বাসা যাকে সজ্ঞায়িত করা সম্ভব নয়।
অন্যকথায়:- ভালোবাসা হচ্ছে বিশেষ কারো জন্য মনের এক নিঃস্বার্থ সুন্দর অনুভূতি।যা সৃষ্টিকর্তার পক্ষ হতে উপহার স্বরুপ।যার কখনো পরিবতর্ন হয় না।