কি দেখছিস এভাবে?
-তোকে!
আমাকে দেখার কি আছে আমি কি ভিন গ্রহের কোন এলিয়েন নাকি?
-এলিয়েন যদিও না তবে মানুষ কিনা সন্দেহ আছে!
কেন কেন?
- এতো বছর কোন খোঁজ নেই, মানুষ হলে তো একবার অন্তত খোঁজ পেতাম,তুই মানুষ না!
তাহলে কি অশুভ আত্মা?
-কীভাবে ছিলি এতোদিন আমাকে ছাড়া?
মনে পরেছিলো তবে উপায় ছিল না!
-এখন কেমন আছিস?
কঠিন প্রশ্ন,তবে বেঁচে আছি!
-বেঁচে আছিস তা তো দেখতেই পাচ্ছি,তিনি কেমন আছে?
তিনি মানে?
-তোর জীবন সঙ্গী?
জীবন নিজেই আমাকে কোনোদিন সঙ্গ দিলো না আর জীবন সঙ্গী!
-হেয়ালি করিস নাতো,বিয়ে করিস নি এতোদিনে ও?
যাযাবরের আবার বিয়ে, এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে কবে যে বিয়ের বয়স টাই পার হয়ে গেলো বুঝতে ও পারলাম না,বাদ দে ওসব তোর জীবন কেমন চলছে?
-এই তো বেশ ভালো ফুটফুটে দুটো বাচ্চার মা আমি,ওদের বাবা রাজস্ব কর্মকর্তা এনবিআর এ চাকরি করে!
স্যারের ইচ্ছে পূরণ হয়েছে তবে!
তা কেমন আছে করিম স্যার?
-বাবা পৃথিবীতে নেই আজ ৩ বছর হতে চললো!
ওহ সরি!
-তখন যদি তুই ভবঘুরে না হতি আমাদের গল্প টা অন্যরকম হতে পারতো!
বিধাতা হয়ত চেয়েছিলো গল্প টা এভাবেই সাজাতে!মানুষ কি আর ভাগ্য লিখতে পারে রে পাগলি?
-ওইদিন তুই কেন চলে গেলি? আমি তো চেয়েছিলাম তোর হাত ধরে বাবার অমতেই পালিয়ে যেতে!
আমি চাইনি যেই মানুষ টা আমাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করলো তার সাথেই অনৈতিক হতে!
-খুব নৈতিক মানুষ সাজলি,তবে কোথায় ছিলি এতোদিন?
এই তো এই দেশ থেকে সেই দেশ ঘুরে বেড়িয়েছি তবে বেশী সময় ছিলাম দার্জিলিংয়ে এভাবেই কাটিয়ে দিলাম জীবনের ১৮ টা বছর!
-তা ফিরলি কেন?
জন্মভূমির মায়ায়!
দুনিয়ার সব মায়া ছাড়া গেলেও জন্মভূমির মায়া ছাড়া অসম্ভব!