ঋতুবদলের কথা আর ভাবি না
ভাবতেও চাই না
এখন যে বাউণ্ডুলে শীতটা আছে, সে-ই থাকুক;
আমি পাতাঝরা বৃক্ষদের দেখি
মৌ-লোভী ভ্রমর তাদেরও দেখি
যে ভালো থাকতে চায় না, কানধরে ভালো রাখুক!
যে নদীতে পানি নেই, তাতেও নৌকা চলে
যার মুখ নেই, সেও এখন বড় বড় কথা বলে!
তালগাছ যা খুশি বলতে পারে, করতে পারে
পুঁইশাকের সাধ্যি কি, তাকে কিছু বলতে পারে?
গুণীজনেরা মিছে কথা বলেছিলো,
এক মাঘে যায় না শীত
সবাই জানে, আজ যা ঘটেছে
.......... তা কালকেই অতীত!!