ফাগুন এলেই আগুন জ্বলে
কৃষ্ণচূড়ার গায়
সেই আগুনে কিছু মানুষ
পুড়তে শুধু চায়!

শিমূল, পলাশ মান করেছে
সালাম ভাইয়ের মতো
শহীদ মিনার কেঁদে বলে
ফুলনেবো আর কতো!

ফুলের ভারে আমি এখন
চলতে পারি না
আজবাদে কাল আমায় কেউ
মনে রাখে না!