চিন্তার কিছু নেই
ইদানিং আমার চিন্তা করতে মনে থাকে না
মনে থাকে না আমি একজন স্বামী
মনে থাকে না আমি একজন বাবা
তবুও বাজার ঘাটে যাই ঊর্ধ্বমুখী চাতালের কথা মনে
থাকে না
কিছুক্ষণ ধেই ধেই করে ঘুরি
এক দোকান থেকে আরেক দোকান, হালে পানি পাই না!
জব্বর দিন পড়েছে আজকাল
ইচ্ছেমত যাচ্ছেতাই দাম হাঁকালেই হলো
কোনো সিণ্ডিকেট নাই, তবুও সব দোকানি একই দাম চায়!
এদিকে দেনার দায়ে বেচে দিয়েছি পানের বরজ
এখন রাঙা বউ পান খাওয়া শিখেছে
সাথে সুপারি, চুন, চমনবাহার জর্দা;
রঙধনু ঠোঁটে তাকে দেখতে বেশ লাগে আমার
ইচ্ছে হয় সারাক্ষণ ঠোঁটে ঠোঁট ভিজিয়ে রাখি, পারি না;
আজকাল খুব ভালো দিন পড়েছে
কেউ টাকা ছাড়া কিছু দেয় না
মাছ, তরকারি, চাল, ডাল, গরমমসলা
এমন কি বুদ্ধি-সুদ্ধিও----!!
চিন্তা করে দেখেছি, চিন্তার কিছু নেই
যে যেভাবে পারছে সেভাবেই সবাই ভালো আছে
আমারও সবার মতো ভালো থাকতে হবে-----!!