যেমন করে তোমার সাথে প্রতিদিন দেখা হতো
বেলা-অবেলায় কথা হতো আলপথে, চোরাগলি পথে;
তেমনি দেখা হতো কবিতার সাথে---
রাজসিক ছন্দে, ঐশ্বর্য মণ্ডিত শব্দে, লাবণ্যময় বাক্যে;
এখন তোমার সাথে যেমন আমার দেখা হয় না,
কথা হয় না
তেমনি দেখা হয় না, কথা হয় না কবিতার সাথে-!!
জানো, এখনও আমি রুটিন করে জারুল তলায় যাই
হেঁটে আসি শ্যামল মায়া, পাতা ঝরার শব্দ শুনি,শনশন
বাতাসের অট্টহাসি শুনি---
তবে কি জানো, সেইশব্দে আমার কবিতা আসে না!
তুমি যেমন এখন কবিতা
তেমনি কবিতাও এখন তুমি---
আর আমি তোমারও না, কবিতারও না--!!