যদি আবার কোনোদিন আকাশে মেঘ জমে
যদি আবার কোনোদিন সেই মেঘ থেকে বৃষ্টি
ছুঁয়ে দেয় ঘাঙ্গুরের জল,
তবে এসো এই খরদুপুরে কাকভেজা হই!
অমসৃণ যতো পথ অনিচ্ছায় দিয়েছি পাড়ি
ঘাঙ্গুরের জলে সেইসব দিনগুলি চলো বিসর্জন
দিই তাড়াতাড়ি!
আমার দিনগুলো এখন অনেক বড়ো, শেষ হতে
চায় না; রাতগুলোও জানি কেমন তরো!
ডাকবাক্সে কতোদিন কোনো চিঠি জমা পড়েনি
আমার বিষণ্ণ বিকেলগুলির কেউ খবর নেয়নি
তবুও আমি হররোজ প্রতীক্ষায় থাকি, সাদা
কাগজে তোমার মুখের মানচিত্র আঁকি; আবার
যদি কোনোদিন চাঁদ উঠে, বাগানে ফুলে ফুটে!!