আগে যেমন আমি ছিলাম বর্ণ ধূসর, এখনও
তেমনি আছি; কাকপক্ষীও খোঁজ নেয়নি!
যেমন পরিবর্তন হয়েছে সব নদীর গতিপথ
যেমন পরিবর্তন হয়েছে আমার
কিশোর বেলার সকল স্বর্ণালি শপথ
তেমনি আমার কোনো পরিবর্তন হয়নি!
এখনও আমি শুঁটকি মাছের ভর্তা পছন্দ করি
এখনও আরাধনা করি ছোট মাছের চর্চরী
এখনও মিষ্টি কুমড়োর ফুলের বড়া ভালোবাসি
এখনও তোমায় হাসতে দেখলে আমি হাসি!
কেবল তোমাকে কাঁদতে দেখলে
এখন আমি আর কাঁদি না-----!!