অনেক কবি নোঙর তুলে বসে আছেন
ম্রিয়মাণ বাতিঘরের আলো, অন্তরীণ সময়
ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর; অপ্রকাশিত
কবিতার পঙক্তিতে পঙক্তিতে এনাটমি;
অপেক্ষার বজ্র বিদ্যুৎ, আহত ডানার উড়ন্ত
চিলের মতো ওদের বাজখাই আর্তনাদ!
আশেপাশে কেউ কথা বলে না সনির্বন্ধ
মুখবন্ধ, বছরের পর বছর পরে কবিতার
শব্দেরা জিজ্ঞেস করে, কেমন আছো কবি?
কবি কিছু বলেন না --সাফ লাজবাব!
অরণ্যের বুক ছিঁড়ে কেবল খড়কুটোর
মতো একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে
কোনো এক দরিদ্র গৃহস্থ ঘরের হেঁসেলে্!!
একদিন কবিতাই ছিলো কবির প্রাক স্বর্গ,
স্বপ্নের কলোরাডো, উন্মাতাল বসন্তের
পেত্রা, এখন কোষান্তরে ফোবিয়া আক্রান্ত
কবির অন্ধকারই একান্ত ছায়াসঙ্গী--!!