কয়েকদিন আগেই ঠিক করে
রেখেছিলাম, আজ এমনি
একটু রাস্তায় রাস্তায় হাঁটবো
একা একা, অন্ধকারে
আধো আলোতে
আধো ছায়াতে---
অন্ধকারের সঙ হবো
শুনেছি
অন্ধকারের একটা আলাদা বর্ণ আছে,
রুপ আছে, রস আছে, গন্ধ আছে,
স্পর্শ আছে
আমি একাকি সে সব ভোগ করব
আমার সাথে থাকবে কেবল
ফাগুনের প্রথম দিন
বসন্তের প্রথম উন্মাদনা!
সেই কখন থেকেই পথ মাড়াই করছি
রাজপথ থেকে মেঠোপথ
হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত, পরিশ্রান্ত
ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে কেবল
বাসন্তী শাড়ি, ব্লাউজ----- ----
পাজামা, পাঞ্জাবি ওরা
অথচ
আমি কোথাও বসন্ত দেখিনি!!