তপ্ত ধরায় নেই তো আষাঢ়
মানবের মুখ কালো
বৃক্ষ রোপণ নিধনে গেলো
ধরণীর বুকে আজো।
রৌদ্র তাপে সঙ্গী হয়ে
বাতাস"ও আনে দাহ্য
করুন সুরে ঈশ্বরের পানে
অশ্রু জড়ায়ে কাঁদো।
কবে হবে শীতল পৃথিবী
ঝঞ্ঝা ক্রদ ফেলে
মরুর বুকে ফুটবে কবে ফুল
স্রষ্টাই কেবল জানে।