ওগো প্রিয়া তুমি কি দেখনা আমার হাসি
তুমি কি শুনোনা আমার বাঁশরীর বাঁশি!
পাঁজরে পাঁজর নয়নে কপল দেখি দূর একা নিশি
সন্ধ্যা তারার ক্ষন অবরণ পড়েছে আলো!
ঘুমন্ত পথিক জেগে উঠে আমার বাঁশির সুরে
তবুও কি তুমি আমায় বাসনা ভালো।
কখন কি ভেবে চেয়েছি ঐ রূপে
পলকে ঝলক দিয়ে চেয়ে থেকেছি ঐ কৃষ্ণ কেশে!
মনের ঘরে দেখি অপলক চেয়ে চেয়ে ঐ আঁখি পানে।
চিত্তে শোকে মলিন মুখে স্তব্ধতার বেশে।।
ওড়নার ভাজে লুকোচুরি করে ইশিতার বীণা হাতে
তানপুরায় শব্দ তুলে দ্বীপ জেলে আধারে!
আমি বাঁশির সুরে প্রেম তরঙ্গে বাসনায় জড়াবো
প্রিয় প্রিয়া জোৎসনায় সঙ্গী উঠানে বসে থাকবে কি?
চাঁদের ঝলক এসে পড়বে চুলের গন্ধে।
মোমের আলোয় সপ্ন রথে চোখ বুলাবো
সুখের দোলায় গানের মেলায় হারিয়ে যাবো
গল্পের ছলে আঁখি ফিরবে না ষোড়শীর চোখ থেকে!
পাখিদের কূজন ভরিয়ে দিবো তোর ছোঁয়াতে
সঙ্গীতের সুরে হৃদয় দিয়ে প্রেম কুড়বো।