তুমি কোন সুরের পাগলী প্রিয়তমা
তুমি ফুল বনে পুষ্প দেবীর রাজকন্যা।
তুমি আমার রাজ্যে কাব্যের ছন্দ মালা
তুমি অপ্রকাশিত প্রেমের প্রকাশিত মায়া।
তুমি ভালোবাসার পুষ্পাঞ্জলির সীমাহীন কথা
তুমি হাসনাহেনারা সুগন্ধির এক নির্যাস আভা।
জগতের শ্রেষ্ঠ রূপে বরণ করে নিতে চাই তোমায়
শরতের দিনে কদম কাননে ভরিয়ে দিব সুভায়।
চাতক হয়ে জড়িয়ে রাখবো ডানায়
ঘাসের বুকে শিশির মেখে ভরে যায় উষ্ণতায়
আগলে রাখে জল কণা সিন্গ্ধ অনুপমায়।
প্রজ্বলিত মনে হৃদ্যতা হবে কলমি পাতায়
এই প্রেম পিয়াসীর খাঁচায় বন্দী হও!
বেহালায় সুরের সঙ্গে প্রহর নিম্নতর হবে
তোমায় দেবীর গান শোনাবো জড়াইয়া বুকে।
এসো রাধা!
পদ্ম ফুলের বাহনে চড়ে দিব সান্ত্বনা
শিউলি মালা গেঁথে বেনীর পরাগ করবো
পলাশ কুড়িয়ে ছন্দের বৈরাগী বানাবো
সীতা হারের মোড়কে উন্মোচিত রাখবো।
সহসা মাহাতী হয়ে প্রণয়ে হাত ধরে দেখো!
লক্ষ্য কোটি বছর সিঁথির সিধুর হয়ে থাকবে
তুমি চম্পা চামেলির রূপে বর্ণিত হবে।
গঙ্গা জলে গা ভাসিয়ে রৌদ্রস্নাত হবে
আর কি চাই বলো প্রিয়তমা?