এই পৃথিবী টা ঘন কুয়াশায় ঘেরা
মানুষের মন আবেগ যেন ধোঁয়াশা হয়ে গেছে!
হৃদয় থেকে রক্ত ঝড়ে বুক ফেটে একাকার
নিঃশব্দ"তা নিঃসঙ্গ এ যেন এক মরনব্যধি।
আজ পাথরে চাপা পড়ে আছে বন্ধুত্ব
নির্জনে বিলীন হয়ে যাচ্ছে যতো ভালোবাসা
কাঠের দেয়ালে ছবি একে শূন্যতায় পড়ে থাকে
দোয়েলের চামড়া তুলে নেয়া হচ্ছে মৃতশিল্পে;
একি কল্লোল নাকি অনাসৃষ্টি!
বেদনার পোশাক গায়ে জড়িয়ে সকলে হাঁটছে
চোখের কোনে অশ্রু জমে বরফে পরিণত হয়
অনধিকার চর্চা করে গেঁথে রেখেছে স্তম্ভ!
সুখ বিলুপ্ত দুঃখের আরাধনা"র আরতি
শুধু লোভ চারদিকে চকচক করছে
কঠিন তপস্যায় অসাধু"র সঙ্গ।
মরীচিকার মতো পড়ে আছে সভ্যতা
অভিযাত্রীক-২০২৪