কোনো এক বসন্তের ভোরে বাগানের কোনে কে যেন দাঁড়িয়ে আছে।
মিষ্টি রোদের রূপের ঝলকে মুগ্ধ ময় এক রূপবতী। যেন সাগর কন্যার নীল মেঘের পাশে ঝিনুকের কোলাহল।
সেই অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি।
বাঁকা দাঁতের দৃষ্টিনন্দন হাসি আমার হৃদয়ে বসত করেছে ।
লম্বা ঘন চুল আর কাজল কালো চোখ।
যেন সর্ব শরীর একই বর্ণে তৈরি।
মানুষ সাদার প্রেমে পড়ে রূপের প্রেমে পড়ে না।
কিন্তু আমি কালোর মাঝে রূপ খুঁজে পেয়েছি। পেয়েছি জীবনের উতল যৌবনে ষোড়শীর প্রেম।
তোমার স্নিগ্ধা বোবা চোখের অপরূপ দৃষ্টিভঙ্গি।
শিউলি ফুলের পরাগ রেণু ফোঁটার সুর মোহনা।
কদম তলে হেঁটে হেঁটে প্রেম কুড়বো।
সেই অবিরল ভালোবাসা নিয়ে আমি তোমার দিকে চেয়ে আছি ।
ছোট বেলায় একদিন গোধূলি লগ্নে হাতে হাত রেখেছিলাম
কিন্তু তখনো কিছু বলা হয়নি।
সব কিছুতে ভয়ের নির্যাস ওত পেতে থাকতো
সাগরের নোনা জলের মতো আমার ভয় স্থায়ী।
তবে আমি ভালোবাসতে জানি
তোমাকে পেলে সুখের উল্লাসে মেতে উঠবো। হাজারো লোকের ভিড়ে আমি তোমাকে ভালো বাসবো।
আর তোমাকে খুঁজে বেড়াবো।