পথ ভুলে একবার যদি ফিরে যেতে
মরা দেহটা আবার জীবন পেতো
পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হতো
জ্যোৎস্নার রঙে সাগরের জল ঝিকিমিকি খেলতো।
আমি ঢেউয়ের সুরে উতল মনে ডাকতাম
দুটো হৃদয়ে মিলন মেলায় ঝিঝি" উঁকি দিতো।
শুকনো পাতার মতো ফেলে চলে গেলে
কত আশা কত সপ্ন বেধেছি দুজনে
নিথর দেহতে সে সব আর পড়ে না মনে
মরা নদী চোখের জলে ভরে যায়।
কাগজের নৌকা নিয়ে হাত ধরো আবার
ভুল করে পুষ্প হয় ফুটে ওঠো
বৃষ্টির মতো গোলাপের পাপড়ি হয়ে ঝড়ে পড়ো
আমার মৃত আত্মা জেগে উঠুক।
জে এস এম অনিক
২৭/০৭/২০২৪