আমার এ জীবনের প্রেম তোমাকে দেওয়া হলো না
কোনো এক জড় বৈশাখী দিনে সুখ পাখি বাদল ঝড়ে
নয়নের মনি বরফের তরে আটকে যায়
নিস্তব্ধ ফাল্গুনি প্রলাপ অনন্তকাল।
যৌবনের বাহু ডোরে শুধু কালো গোলাপের নির্যাস
অদ্ভুত কোনো এক রাতে তোমাকে দেখার ছোঁয়া পাই
ধ্বংসের অবলীলায় সকল কিছুই বজ্রপাত হয়ে যায়
ভাঙনের তীরে দাঁড়িয়ে মাথা নত করি উৎসর্গের কাছে।
সেই অজানা গন্তব্যে ফিরে যেতে হলো আবার
আমি চিরন্তন বেদনা নিয়ে নিজে স্তব্ধ হয়ে যাই
উতল মুগ্ধতা তোমাকে বলা হলো না
কি চেয়েছি সরসীর মুক্ত পাখার সুখ অন্তরে?