আচ্ছা ধরো?
তোমাকে আমি ভালোবাসার কথা বলে দিলাম
বলে দিলাম হৃদয়ে জমিয়ে থাকা অনুভূতির কথা।
সব কিছু শুনে তুমি কি করতে?
সঙ্গে সঙ্গে আকুল প্রাণে আমাকে বেঁচে নিতে!
সরসী চোখে লজ্জা আবরণে মুখ ঘুরিয়ে নিতে
থাকতে না আমার সামনে, চলে যেতে কোথাও!
হয়তো আমার কথার উত্তর কোনদিন দিতে না
যদি দিতে তাহলে তোমার চাহনিতে আশ্বাস পেতাম!
বুঝতে পারতাম প্রেমের দোলায় দুলছো
কিন্তু সে সব অচিরেই বিলুপ্ত হয়ে যাবে।
আচ্ছা ধরো?
তুমি আমাকে ভালবাসলে
মন প্রাণ উজাড় করে মহতী উদ্যোগে তপস্যা করে
আমিও বাসলাম ভালো।
তখন কি হতো?
কিছু সময় বা বছর আনন্দে পাড় করতাম
রঙে ঢঙে তাল মিলিয়ে প্রেমের প্রতিযোগিতা করতাম।
কে কাকে কতটা ভালোবাসে
তা নিয়ে কি উদ্বিগ্ন থাকতাম।
এক সাথে চা খাওয়া, এক সাথে রাতের চাঁদ দেখা
পার্কে গিয়ে দিন ভর গল্প করা, যেন প্রতিদিনের কর্ম হতো।
রাতে ম্যানেজার টুকিটাকি কথা বলা!
এভাবে করে করে প্রেমের গহীনে ডুবে যেতাম
তাই তো।
ধরে নিও আমাদের মাঝে সব ঠিক ছিলো
ঠিক ছিলো দুজনের মধ্যে স্থায়ী অন্তরঙ্গ
কিন্তু সারাজীবন একই বাড়িতে থাকাটা যদি না হয়
তখন কি করবে?
তার চেয়ে বরং
আমরা কেউ কাউকে ভালোবাসার কথাটা না বলি
গুটিয়ে নি সকল দুর্বলতা।