আমি গরিব
এতোটাই গরিব যেখানে অবহেলিত ভাবে থাকা একটা পেশা হয়ে দাঁড়ায়।
নিম্ন শ্রেণি কাঙ্গাল মানুষ
অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন নিত্য দিনের সঙ্গী
দু মুঠো ভাত পেটে পড়ে ঠিকই
তৃপ্তির ঢেঁকুর তুলে মন খুলে বলা যায় না।
আজ আমি পেট ভরে ভাত খেয়েছি
ঠিক ততটাই গরীব।
বন্ধুর হাত নেই সাহসের কোঠা নেই
লোকজন বল নেই, নেই কোনো কোলাহল।
মায়ের চুমু বাবার ভালোবাসা
এগুলো ই আমার বন্ধু।
না খেয়ে বসে থাকলে কেউ দেখার নাই
রাগ অভিমান পেছনের দরজা দিয়ে ছিটকে পড়ে যায়।
কেউ কথা বলে না ভালোভাবে তাকায় না
শুধু উপহাস করে বেড়ায় আমাদের জন্য!
কি ভুল করেছি কোন কাজে কাকে ডাকা হয় নাই কাকে জানাইতে পারি নাই;
এগুলো নিয়ে প্রতিবাদের মিছিল তোলে।
না খেয়ে দিন পাড় করে রাতে ছটফটিয়ে তন্দ্রায় উদগ্রীব থাকি!
তখন তো কোনো মনীষী বিত্তবান বর্তমান সমাজের সাধু চক্ররা এসে খোঁজ নেয় না।
মিথ্যে আহাজারিতে কান্নার শব্দ শুনা যায়
এই শহরের ভদ্রতা এখন র্দূবিত্তদের কবলে।
যে আরাম আয়েশে সূর্যস্নান করে টেবিলে সাজানো খাবার নিয়ে কব্জি ডুবিয়ে ভোজনে নিমগ্ন থাকেন!
ঘুসের টাকা সুদের অংক হিসাব করতে করতে সময় অতিবাহিত করে
কে খেলো কে কি পেলো? এ খবর রাখার প্রয়োজন হয় না।
সে হলো এই সমাজের ভদ্র মানুষ!
যাদেরকে আমরা বলে থাকি ভদ্রলোক
একজন বিকৃত ব্যক্তিত্ববান ব্যক্তি!
চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সুযোগ হয় না।
কারণ! ওখানে কেবলই অনাহারী লোকের সংখ্যা বেশি থাকে
যার পকেটে টাকা নাই, ঘরে চাল নাই, দামি পোশাক নাই!
তার এই সমাজে মাথা উঁচু করে থাকার ক্ষমতা থাকে না।
সবাই দেখবে বলবে, আহ! ছেলেটা আজকে কিছু খায়নি
কিন্তু কেউ খেতে দিবে না!
আমি গরীব!
অন্ধকারে মর্শাল জালিয়ে হাটতে পারবো না
চলতে পারবো না গভীর রাতে!
বলবে ঐ দেখো মনে হয় চুরি করতে যাচ্ছে।
এ দেশে গরীবের স্বাধীনতা খুঁজে পাওয়া যায় না!
পরাধীনতার ভার নিয়ে সংসার পারি দিতে হয়।
হে গণতন্ত্র সমাজ বিন্দু!
যে দেশে নেতা আছে নেতৃত্ব নাই
লোক আছে অধিকার নাই
সমাজ আছে সংসার নাই
শিক্ষা আছে জ্ঞান নাই।
সে দেশে আমরা গরীব বলে চিৎকার চেঁচামেচি করে কি লাভ হবে?
পেটা খুদা নিয়ে খাবারের জন্য বিরোধিতার শ্লোগান দিয়ে কি হবে?
কার কাছে দাবীর কথা বলবো
এই দেশ ক্ষুধার্তদের কথা শোনে না!
যাদের পকেটে অর্থ আছে গায়ে দামী সুগন্ধির সুভাষ বের হয়
তাদের কথাই এই বৃত্তবান নেতারা মনোযোগ দিয়ে বুঝবে!
আমরা গরীব!
এদেশের ক্ষুধার্ত নাগরিক মাত্র।
তাই এদেশের কারো কাছে বলতে যাই না আমি কি?
শুধু নিজেকে নিজে বলেই শান্তনা দেই
আজ যা খেয়েছি এটাই অনেক
আগামী দিন ভালে হবে।