যখন হাসো তোমাকে পাওয়ার বাসনা তৈরি হয়
মন খারাপ করে যখন কোনো এক বারান্দায় দাঁড়িয়ে থাকো
তখন মনে হয় পৃথিবী যেন অনেক বড়ো অপরাধী!
এই সুন্দর পট ভূমিতে মায়াবী চোখ থেকে নোনা জলের ঢেউ ভেসে আসছে।
এগুলো আমার কাছে অনেক বিষাক্ত কাটার মতো লাগে;
আমি তোমাকে নিজেকে দিয়ে দিতে চাই
দিয়ে দিতে চাই আমার সবটুকু ভালোবাসা।
তুমি আমায় তোমাকে কখন দিবে
নাকি কোনোদিন আমার চাওয়া পূর্ণ হবে না!
তুমি কি সারাজীবন এমনই থাকবে
নাকি কোনো একদিন পরিবর্তন হবে।
যেদিন আমার অস্তিত্ব খুঁজে পেলেও সম্পর্ক থাকবে না!
সেদিন আমাকে তোমায় দিতে চাইলেও নিতে পারবো না আমি
পারবো না তোমাকে আগলে রাখতে
শুধু পারবো তোমার অনুপস্থিতিতে দৃশ্যমান ভালোবাসতে।
তুমি আমায় কোনো দিন কি ভালবাসবে না!
আমি একাই তোমাকে ভালোবেসে যাবো।
বার বার তোমাকে দেখতে যাওয়া
তোমার সাথে একাকী লুকিয়ে লুকিয়ে কথা বলতে চাওয়া।
আমার কাছে এক মর্মান্তিক সৃতি হয়ে থাকবে!
প্রিয় তুমি কি জানো ভালোবাসা কি?
ভালোবাসা হচ্ছে এক মনের আবেগ
যা হৃদয়ের সংস্পর্শে নতুন ফুল ফুটতে সাহায্য করে
ঝরে পড়া পাপড়ি গুলোও এক সময় ভালোলাগা অনুভূতি কাজ করে।
তখনই এক হৃদয় অন্য হৃদয়ের প্রতি যন্ত্রশীলতা তৈরি হয়;
নতুন কোনো কিছু যখন জন্ম নেয়
উৎফুল্লতা বেড়ে গিয়ে ভালোবাসায় পরিণত হয়।
আমি তোমাকে ভালো বেসেছিলাম
তোমাকে দেখতে দেখতে ভালোবাসতে শুরু করলাম।
আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো আইসক্রিম কিনে খাওয়াবো!
এগুলো কতবার বলেছি।
তুমি যেতে চেয়েও যাও নি আমার সাথে
আমি আশা নিয়ে তোমার কাছে যেয়ে
হতাশ হয়ে ফিরেছি!
তবে আমি কি তোমার কখনোই হতে পারবো না
ভালোবাসবে না আমাকে তুমি!