হাতের তালুতেই নাকি সব লেখা
বলেন জ্যোতিষি, বুঝলেন না মশাই ব্যপারটা।
        
        ঝকঝকে সকাল গড়িয়ে বিকেল
        গাড়িটা উল্টে পড়ল জলাশয়ে

পড়ল কাটা অনেকের মাথা।
কেউ কেউ এখনও পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে

জ্যোতিষি তুই কোথায়...
এমনতো বলিসনি এই ছিল লেখা কপালে?