ভেজালের পিতা ঘুমিয়ে আছে
সব ভেজালের অন্তরে...
আজকাল মৌমাছিদের ফুলে ফুলে
মধু আহরণ করতে কমই দেখা যায়।
খোলা দোকানে সাজিয়ে রাখা সরস জিলাপিতেই এরা সহজেই পেয়ে যায় রস। আর সেই রসেই মৌচাক মধুতে টইটম্বুর।
ভেজাল ব্যবসায়ীরা যে হারে চিনির সিরাপে মধু তৈরি করছে তাই ওরাও সহজ পদ্ধতি অনুসরণ করছে অনায়াসে।
এবার ঠেলা সামলাও।