একটা বাঁদর ধরে এনেছি
পোষব বলে খাঁচায়,
সুযোগ পেলে বাঁদর ব্যাটা
আমাকেই নাচায়।
পণ করেছি বাদর টাকে
দেব এমন শিক্ষা,
সারা জীবন রাখবে মনে
চাইবে প্রাণ ভিক্ষা।
ওর মত আমার মুখে
নেইতো তিক্ষ্ণ দাঁত,
আঁধার রাতে সুযোগ বুঝে
করল কপোকাত।
বন্ধি খাঁচায় ভাল্লাগেনা
চাই যে খোলামেলা,
ওর জন্য বন্ধি খাঁচাই
নয়তো করে উতলা।
ভাবছি মনে ধাঁরালো অস্ত্রে
কাটব ওর নোখ,
কেমন করে আঁচড় কাটে
বুঝবে সেই সুখ।
একদা ভাবছি বাঁদর টাকে
পাঠাব বনবাসে,
মনের কথা বুঝল কিভায়
মিট মিটিয়ে হাসে?
আমিও যে কত্ত চালাক
ছিল না তা জানা,
বনবাসে ও যাবেই সত্য
যাবে না সঙ্গে ডানা।