পরন্ত বেলায় মেঘে আর রোদ্দুরে
খেলে লুকোচূরি
নীলের আস্তরে
নীড়ে ফেরা পাখিদের গুঞ্জরণে মুখরিত ধরণী।
পত্র পল্লব নীরব কথনে উচ্ছ্বসিত,
উত্তরী বাতাস বয়ে চলে সবুজের ডানা ছুঁয়ে।
প্রশান্ত মন ছুটে দিক বিদিক।
গরম কফির কাপে রাখি ঠোঁট
এঁকে যাই একেকটা উষ্ণ চুম্বন।