তোমরা যারা...
পাপের বিছানা বিছিয়ে রেখেছ
এই জগৎ জুড়ে,
সেই বিছানায় নিজেই শুবে
অনন্ত আগুনে পুড়ে।
ভাইরে ভাই...
এত্ত টাকা রাখিস না তুই
নিজ পকেটে গুঁজে,
ধূলার মতো উড়বে সব
পাবি না তুই খুঁজে।
এখনও সময়...
আছেরে ভাই দে বিলিয়ে
গরীব দুঃখীর তরে,
আশীর্বাদ করবে মনে
খাবে পেটটা পুরে।
জেনে রেখো...
কালো টাকার রাজ প্রাসাদও
যায় না দেখা ভালো,
সৎ টাকার কুঁড়ে ঘরও
শান্তি সুধা ঢালো।
অসৎ টাকায় লোভটা পাহাড়
নিজের পায়ে কুড়াল,
সময় থাকতে দেনা তুই
জিভটাকে সামাল।