সবাই খুঁজে আঁধারটাকে
কেউ খুঁজে না আলো,
মন মাঝারে কু বাসনা
তাইতো বাসে ভালো।
আঁধার পথ নয়রে ভালো
বুঝলি না তুই আজ,
জীবন যুদ্ধে ধুঁকে ধুঁকে
পাবিই শুধু লাজ।
অসৎ টাকায় কেনা জিনিস
খেতে ভারি স্বাদ,
বুঝলি না তুই নিজ বিবেকে
হলি বোকা উন্মাদ।
সবাই বড় চালাক যে ভাই
সহজেই চায় লাভ,
আঙ্গুল ফুলে কলা গাছ
এটাই যেন স্বভাব।