সেদিন দেখলাম;
প্রতিটি নেত্র পলকে ছিল ব্যথার আর্তি
অস্থির বেদনারা ফোঁটায় ফোঁটায় ঝরে পরছিল
শুকনো চৌচির বদন অতলে।
তুই ছিলি স্থির দন্ডায়মান,
ঘূর্ণি বাতাস পারেনি করতে লণ্ডভণ্ড।
তুই সাহসী নির্ভীক....
তোর উদ্যমী বলিষ্ঠ পদাশক্তি হোক
আগামীর পথ চলা!