অনেক দিন লিখি না
বিষম খেয়ে কলমটা ওগলে দিয়েছে
ওর ভেতরের সব।
বৃষ্টি জলে স্যাতস্যাতে ভেজা কাগজগুলো
বাতাসে উড়ছে এলোমেলো।
মরীচিকা ধরেছে ভাবনায়!
হঠাৎ তোমার আগমনে
শিউলি মাখা প্রফুল্ল প্রভাত নিখিল বিশ্বে
জুড়ায় তপস্যা। সবুজ বৃন্তে নব কুড়ি।
তোমার প্রভায় সমোজ্জ্বল।