তুমি যদি উদার প্রশান্তিমনা বিস্তৃত বট বৃক্ষ হও
আমি ছোট্ট টুনটুনি হয়ে তোমার একটি পাতায়
নিপুঁন কারুকার্য গেঁথে বাসা বাঁধব
দেবে কি ঠাঁই বলো???
তুমি যদি তাই হও
আমি ক্লান্ত পথিক সেজে বিশ্রাম নেব ঐ স্নিগ্ধ
সবুজ নির্মল পাতার স্নিগ্ধালয়ে..
তুমি যদি তাই হও
আমি সুরেলা পাখি হয়ে সকাল দুপুর সন্ধ্যাবেলায়
কিচিমিচির শব্দ সাধনায় সুমিষ্ট কণ্ঠে গান শোনাব।
তুমি যদি তাই হও
তোমার বিছানো শাখা প্রশাখায়,
মধু আহরোনকারী মৌমাছিদের মিলন ঘটাব
মৌ মৌ গুঞ্জরণে হয়তো ঘুম পারাব..
তুমি যদি তাই হও
পুবের বাতাস বইয়ে দেব ঐ সবুজের সমারোহে
সূর্যের প্রখরতা মিশে যাবে নিমিষে
স্নিগ্ধ নীরবতায়..
তুমি যদি তাই হও
বৃষ্টি হয়ে মুছে দেব তোমার সুপ্ত বেদনা
মুছে দেব পাতায় মাখানো ধূলি কণা।
প্রশান্তির বার্তা শুনিয়ে দেব কানে কানে।
তুমি যদি তাই হও
বসন্ত মাসে তোমার বুকে ফোটা
রঙিন ফুলে প্রজাপতি হয়ে রং ছড়াব..
তুমি যদি তাই হও
প্রবল বাতাসে ঝড় তুলব কালবৈশাখী হয়ে
দেখবে তুমি নয়ন ভরে তার উজ্জ্বল দীপ্ত প্রভা।
তুমি যদি তাই হও
এই বাদলা দিনে তোমার সাথে উদার আকাশে
সাত রঙে নিজেকে সাজাব বেনীয়াসহকলায়
তুমি শুধু মুগ্ধ মনে তাকিয়ে রবে আমার পানে চেয়ে..