তুমি বাঁশিয়াল বাজাও
বাঁশি মনের সুখে,
অতি দুঃখী হেলায় মোদিত
কাঁদছি মনের দুখে।
তোমার সুরে উতলা মন
থাকতে চায় না ঘরে,
তুমি বন্ধু কোথায় থাক
নাও না আপন করে?
কত কথা মনের মাঝে
বলবার যে আছে,
একই বাঁধনে বাঁধতাম যদি
পেতাম তোমায় কাছে।
পোড়া মন কেবলই পোড়ায়
তিক্ত দহন অ নলে,
তােমায় নিয়ে ভাবতে ভাবতে
দুঃখগুলো যাই ভুলে।
এমন সুরে আর ডেকো না
বন্ধু আমার মন,
তোমায় নিয়ে স্বপ্ন বাসর
সাজাই অনুক্ষণ।
জানি বন্ধু থাক তুমি
সুদূর কোন দেশে,
ভাবনা বিলাসে থেক তুমি
যাব ভাল বেসে।