যদি তোমার অনুভূতির স্নিগ্ধ পরশ ছুঁয়ে দেয় আমার হৃদয়াকাশ, তবে জেনে নিও আমার পড়ন্ত বেলার শেষ আলোটুকু তোমাকে ঘিরেই।
তোমার নির্ভেজাল দৃষ্টি যদি আমার আহ্লাদী চিত্ত পুড়িয়ে করে দগ্ধিত ভষ্ম, তবে মনে রেখো আমার
এই ক্ষণজন্মা আর্বিভাব শুধু তোমারই লাগি।
যদি তোমার প্রতিটি প্রত্যাশার কিরণ জ্বলে আমার প্রথমা প্রভাতী স্পর্শে, তবে যেনো এই অভাগা আজন্ম তোমারই ছিল, আছে তোমারই অপেক্ষায়...