আকাশ ভরা লক্ষ তারা
মনটা আমার পাগল পারা,
চাঁদনী রাতে মনটা কাড়া
থাকছি কেবল তোমায় ছাড়া।
থাকছ তুমি দূর প্রবাসে
আসবে কবে হৃদ আকাশে?
বাসবে ভাল সত্ সাহসে
সেই খুশিতে মনটা হাসে।
ভোর আকাশের সূর্য তুমি
সবুজ শ্যামল চারণ ভুমি
ফুল কাননে গোলাপ তুমি
সকাল সন্ধ্যা গন্ধ চুমি।
বর্ষা বেলায় শ্রাবণ ঢল
তুমিই আমার মনের বল,
বেসো ভাল করো না ছল
তোমার প্রেমে নিত্য পাগল।