আমার মন গোপনে অনেক কথা
জমে থাকে কালো মেঘের মতো
তোমাকে ঘিরে।

অনেক স্বপ্ন ভাসে নীল আকাশের
নীচে সাদা মেঘেরই মতো।

তারপর মেঘে মেঘে ঘর্ষণ
অবশেষে বৃষ্টি নেমে ধূয়ে যায় সব,
মিশে যায় মাটির স্তুপে।

কখনো কালবৈশাখী এসে উড়িয়ে
নিয়ে যায় বুকের গভীরে সঞ্চিত
ভালোবাসাটুকু।

কখনো সমুদ্র সুনামি অতল তলে
ভাসায় শুষ্ক মরুমন।

আমি নিঃসঙ্গ বাবুই এর মতো
একাকী ঘরে ছটফট করি।

আমি উড়ন্ত বলাকার মতো বিহঙ্গ
মনে পরন্ত বিকেলের শেষ আভায়
হই অভিসিক্ত।  

আমি আবারও মাছরাঙার  
ন্যায় আশায় আশায় বুক বাঁধি

পানকৌড়ির ন্যায় গভীর জলে
হন্যে হয়ে তোমায় খুঁজি।

আমি পথহারা পথিকের ন্যায়
বেভুলে পথটি হারাই।

আমি অচেনা সাগরে সাঁতরে
বেড়ায় তরঙ্গ তালে।

আমি অজানা দ্বীপে আছড়ে পরি
প্রাণহীন ঐ লাশের স্তুপে।