তোমার জন্য হৃদয় দোয়ার
  রেখেছি আমি খুলে,
সময় হলে এসো কাছে
  যেও না যেন ভুলে।

তোমার জন্য বকুলের মালা
  রেখেছি যতন করে,
পড়িয়ে মালা তোমার গলে
   দেখব নয়ন ভরে।






সবার প্রতি রইল অফুরন্ত ভালােবাসা। খুব খুউব মিস করছিলাম কবিতার পাতা।