অতি প্রত্যুষে উঠি করি প্রভুর অন্যেষণ,
প্রফুল্ল চিত্তে শুদ্ধ মনে গাই তাঁরই ভজন।
হে বিশ্ব বিধাতা তোমারই চরণে আমার এই নিবেদন,
সকল ভ্রান্তি ভুলে যা কিছু ভাল তাই করহ গ্রহণ।
এ জগৎ সংসারে মন কেবলই যায় দূরে সরে,
পারিনা নমিতে দিতে প্রনমী ভক্তি ভরে।
যতবার ভাবি তুমিই আমার অর্ন্তযামি,
ততবারই পাপাভারে হই মন্দতার অনুগামি।
ওগো প্রভু সাড়া দাও কাতর কন্ঠে ডাকি,
নেই দেহে বল কেবলই দুর্বল দিও না মোরে ফাঁকি।
আজ আমি সঁপিতে চাই তোমারই চরণে আমার এই দেহাঞ্জলী,
রিক্ত হস্তে স্মরিছি তোমায় নাও তুলে এই অর্ঘডালি।