যে তুমি আজ এসেছিলে;
গভীর ঘুমে অবচেতন মনে স্বপ্ন হয়ে
সেই তুমি কে?
সহস্র প্রশ্ন চোখে চেতন মন...
তুমি ব্যস্ত ছিলে জঞ্জাল নিরসনে
তুমি ব্যস্ত ছিলে ক্ষুধিতেরে খাদ্য দানে
তুমি ব্যস্ত ছিলে ব্যথিতের ব্যথা নিরাময়ে
তুমি ভুলে যাওনি দিতে প্রেমের পরশ
আমার এ হৃদয় স্তুতে।
তুমি প্রেম, তুমি স্বর্গ,তুমি অনন্ত অসীম।
বার বার চাই তোমারই প্রেম এই হাহাকার
শুষ্ক মরু মনে।
দাও দাও তোমার প্রেম বর্ষণ, দাও দেখা
প্রিয় তব; আমি যে তোমারই প্রতিক্ষায়।