তোমার রেখে যাওয়া শেষ প্রশ্নটা
আমার হৃদয় খুঁড়ে
করে লণ্ডভণ্ড,
ঘুণপোঁকা যেমন করে
পুরােনো কাঠ কামড়ায়,
কিংবা কাঠঠোকরা হাতুড়ী
দাঁতে করে বৃক্ষ ছেদন।
তেমনি তোমার রেখে যাওয়া
শেষ প্রশ্নটা
আমার গোপন মন তরঙ্গে
পাল তোলা নৌকা ভাসায়।
বসন্ত বাগানে প্রজাপতি মন
রেণুতে রেণুতে
মাদকতা ছড়ায়,
ঘুমন্ত মন বার বার চমকায়
শিহরিত হয় অজানা ভাবনায়।
হৃদপিন্ডের নীরব বিচরণ
সশব্দে ধমকায়।
একি!
প্রেম উন্মাদনা???
নাকি নিছক দুর্ভাবনা
চাতক মন করে আনচান।