বার বার
তোমাকেই খুঁজে মন;
প্রতি রাতে আস তুমি স্বপ্ন হয়ে
আস প্রজাপতির রঙিলা রঙে সেজে
ভোরের স্বপ্ন আওরাই
খুঁজে মন তোমাকেই
থাকি অহর্নিশি জেগে প্রতিক্ষায়..
যদি আর একটি বার পাই দেখা তোমার।
তুমি এসেছিলে কোন এক বসন্তে
তখনো শাখা বৃন্তে মেলেনি পুস্প কুঁড়ি।
ছিল নতুন কঁচিদের ভীড়।
তুমি এসেছিলে ঘন বরিষায়
নৃত্য রত শ্রাবণ ঢলে মেশে।
তুমি এসেছিলে ভরা পূর্ণিমায়,
শুকনো নদে হয়ে জোয়ার, কতটা পথ ভেসে যেতাম সেই স্রোতে
হাতে হাত রেখে জোড়া শালিকের মতো উন্মাদী সুর তুলে।
আজও হাতরাই সবুজ গালিচায় তোমার ছোঁয়া
জোনাকিরা নিভু নিভু রং মাখে।
কত না বলা কথা
না বলাই রেখে গেলে।
আজও মন খুঁজে তোমাকেই।
তোমার প্রছন্ন অবয়ব ঢেউ তুলে মন তরঙ্গে।